Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ■ আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার ■ এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ ■ বাড়ল এলপি গ্যাসের দাম ■ অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার
রাজধানীতে ফিরছেন ঘরে ফেরা মানুষ
Published : Tuesday, 18 June, 2024 at 6:03 PM, Update: 19.06.2024 1:32:51 PM

ঈদের পরদিনেই ফিরছেন রাজধানীবাসী

ঈদের পরদিনেই ফিরছেন রাজধানীবাসী

ইট-পাথরের এই শহর ঢাকা ছেড়ে ছুটি নিয়ে এবার বাড়িতে গিয়েছিলেন অনেকেই। উদ্দেশ্য পরিবার-পরিজনদের নিয়ে ঈদের আনন্দময় মুহূর্তগুলো কাটানো। হয়ত পরিবার-পরিজনদের নিয়ে কাটানো আনন্দময় মুহূর্তগুলো আরও দীর্ঘ হতে পারত। কিন্তু সে উপায় নেই। কারণ ফেরার তাড়া আছে, জীবিকার তাগিদ আছে। তাই তো কোনোমতে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে মঙ্গলবার থেকে রাজধানী শহরে ফিরতে শুরু করেছেন গ্রাম ছেড়ে আসা মানুষেরা।

মঙ্গলবার (১৮ জুন) ঢাকা রেলওয়ে স্টেশনে সরেজমিন অবস্থান করে দেখা যায় এই চিত্র। গত এক সপ্তাহের তুলনায় সকাল থেকে প্রায় স্টেশন সুনশানই বলা চলে। যখন একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছায় তখনই যেন স্টেশন সরব হয়ে ওঠে।  

ঢাকা রেলওয়ে স্টেশনে কথা হয় ঢাকায় ফেরত আসা যাত্রীদের সঙ্গে। তাদের মধ্যে কেউ বলেছেন তাদের অফিস খুলবে আগামীকাল, কেউ বলেছেন তাদের অফিস খুলবে তারপরের দিন। তার আগে চলে এসেছেন বিশ্রাম নিতে। কেউ আবার আগে ফিরে এসেছেন ঈদের পরে ঢাকা ফেরার বাড়তি ভীড় এড়াতে।

পরিবারসহ টাঙ্গাইলে ঈদ উদযাপন করতে গিয়েছিলেন আবদুর রহমান। আজ ঈদের দ্বিতীয় দিনই ফিরেছেন ঢাকায়। তিনি বলেন, আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে এসেছি। স্ত্রী-বাচ্চাদের নিয়ে বাড়ি গিয়েছিলাম ঈদের দুই দিন আগে। আগামীকাল অফিস খুলে যাবে, তাই আজই চলে এসেছি। আর দুই একদিন বেশি ছুটি পেলে আরেকটু থেকে আসতাম।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা ঢাকা ফিরেছেন গফরগাঁও থেকে। তিনি বলছিলেন, বাড়িতে গিয়েছিলাম ঈদের চার দিন আগে। আজ চলে আসার কারণ পরে ভিড় বেড়ে যাবে। আমার ক্লাস শুরু হবে আগামী রবিবার থেকে। এখন একটু ফ্রেন্ডদের সঙ্গে ঈদ উদযাপন করবো। তারপর থেকে তো ক্লাস শুরু হয়ে যাবে।

ঈদ শেষে ঢাকায় ফেরা আরেক যাত্রী ফিরোজ বলেন, পরশু দিন অফিস খুলে যাবে, তাই আজকেই ফিরে এলাম। কালকের দিন রেস্ট নিয়ে পরশু থেকে আবার কাজে ফিরবো। ঈদের ছুটিতে এই যে বাড়ি যাওয়া-আসা এর মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। বাচ্চাদের নিয়ে যাওয়া কিছুটা কষ্টের হলেও এটাই আসলে কোনও কষ্টই না। বাচ্চারাও গ্রামে গিয়ে আনন্দ পায়। তারা গ্রামে যাওয়ার জন্য অপেক্ষা করে।

মো. মতিউর রহমান ঢাকায় এসেছেন পাবনা থেকে। তিনি বলেন, আমি পাবনাতেই থাকি। ঢাকায় এসেছি ছেলের জন্য, নাতি-নাতনিদের জন্য কোরবানির মাংস নিয়ে। দুই দিন থেকে আবার চলে যাবো। আমার ছেলে এবার বাড়িতে যেতে পারেনি, সে কোরবানিও দেয়নি। তাই আমিই চলে এসেছি তাদের সঙ্গে দেখা করতে।

ঈদের দ্বিতীয় দিনে বাড়ি ফেরত মানুষ ঢাকায় ফিরলেও এর পরিমাণ খুব একটা বেশি নয়। বেশি প্রয়োজন বা তাড়া না থাকলে কেউ ফিরছেন না। তবে দুই-একদিনের মধ্যেই ঢাকা ফেরার মানুষের চাপ বাড়বে স্টেশনে। এমনটাই বলছেন রেলওয়ের কর্মকর্তারা।

এ সময় কথা হয় প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার মনিরুজ্জামান মনিরের সঙ্গে। তিনি বলেন, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চারটা ট্রেন এসেছে। এগুলো হচ্ছে- রাজশাহী কমিউটার, তিস্তা এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস ও ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস।

তিনি আরও বলেন, এসব ট্রেনে এখনও সেভাবে যাত্রীরা ফেরেনি। দুই-একদিনের মধ্যে ফেরা শুরু হবে। তবে ঈদের পরদিন হিসেবে যে পরিমাণ যাত্রী ফিরছে তাও কম না।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
কাফনের কাপড় পড়ে অনশনে ক্যাডেট এসআইরা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 14 January, 2025
তেজগাঁও স্ট্যান্ডে আগুনে পুড়ল ৫ ট্রাক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 January, 2025
বায়ুতে যত স্থানে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
Friday, 10 January, 2025
শুক্রবার রাজধানীর যেখানে যাবেন না
নিজস্ব প্রতিবেদক
Friday, 10 January, 2025
বিডিআর স্বজনরা শাহবাগে, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 9 January, 2025
পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 7 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up