Published : Monday, 17 June, 2024 at 6:17 AM, Update: 17.06.2024 7:17:28 AM
দেশের মানুষকে ঈদের উপহার দিতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। নেপালের বিপক্ষে হার এড়ালেই দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেবে বাংলাদেশ। তবে নেপালও ছেড়ে কথা বলার দল নয়। নেপালি সমর্থকদের ক্রিকেট উন্মাদনার প্রতি সম্মান জানাতে জয় উপহার দিতে চায় রোহিত পাউডেলের দল।
সোমবার (১৭ জুন) সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেপাল।
একই মাঠে আগের ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের ৪৬ বলে ৬৪ ও তানজিদ হাসান তামিমের ২৬ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করেছিল। জবাব দিতে নেমে এক সময় ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিল ডাচরা। কিন্তু রিশাদ হাসান দুই ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে নেদারল্যান্ডস।
একই মাঠে খেলা হওয়ায় বাংলাদেশ কিছুটা হলেও সুবিধা পাবে। সাকিব আল হাসান ফর্মে ফেরায় টাইগারদেরকেই এই ম্যাচে এগিয়ে রাখতে হচ্ছে।
তবে তিন ম্যাচ চলে গেলেও এখনও রান পাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচ মিলিয়ে মাত্র ২২ রান করেছেন তিনি। টপ অর্ডারে দুঃসময় কাটাচ্ছেন লিটন দাসও।
সুপার এইটে ওঠার লড়াই থেকে নেপালের নাম কাটা গেলেও জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় তারা। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে প্রায় হারিয়েই দিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ১ রানে ম্যাচটি হেরে বসে নেপাল। বাংলাদেশকে আটকাতে আজ নেপালের পরিকল্পনায় স্পিন বোলিং বিশেষ গুরুত্ব পাচ্ছে।
দুই দল এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচেই মুখোমুখি হয়েছে। ঘরের মাঠে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের সেই ম্যাচে নেপালের বিপক্ষে ৮ উইকেট ও ২৭ বল হাতে রেখে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলা সাকিব ও মাহমুদউল্লাহই শুধু এবারের বিশ্বকাপের স্কোয়াডে আছেন।