Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে ■ জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান ■ আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না ■ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন কথা বলেননি ট্রাম্প ■ পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে ■ সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর জামিন স্থগিত ■ ব্যাটারিচালিত রিকশার চালকদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল
বোট ক্লাবের সভাপতির পদ ছাড়লেন বেনজীর
Published : Sunday, 16 June, 2024 at 8:56 AM, Update: 16.06.2024 12:52:00 PM

বেনজীর আহমেদ

বেনজীর আহমেদ

দুর্নীতি ও অনিয়ম নিয়ে দুদকের অনুসন্ধান এবং একের পর এক খবরের মধ্যে রাজধানীর বোট ক্লাবের সভাপতি পদ ছাড়লেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠি পাঠিয়ে গত ১৩ জুন তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ঢাকার অভিজাত এ ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য নাসির ইউ মাহমুদ।

সাবেক পুলিশপ্রধানের জায়গায় ব্যবসায়ী রুবেল আজিজকে আবার সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি। এখন সিটি গ্রুপের পরিচালক রুবেল আজিজ বোট ক্লাবের প্রথম সভাপতি ছিলেন।

নাসির ইউ মাহমুদ বলেন, বোট ক্লাবের প্রথম সভাপতি রুবেল আজিজ সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর থেকে উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি বলেন, আমাদের গ্রুপে পাঠানো চিঠিতে বেনজীর আহমেদ রুবেল আজিজকে সভাপতি করার জন্য অনুরোধ জানালে গঠনতন্ত্র অনুযায়ী তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

নাসির ইউ মাহমুদ বলেন, জরুরি কাজে পরিবারের সদস্যদের নিয়ে দেশের বাইরে থাকায় ক্লাবের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না বলে বেনজীর নতুন সভাপতি করার জন্য চিঠিতে অনুরোধ করেছেন।

১১ সদস্যের কার্যবিবাহী কমিটির পরবর্তী নির্বাচন আগামী অক্টোবরে হওয়ার কথা। এ ক্লাবের মোট সদস্য সংখ্যা প্রায় তিন হাজার।

২০১৪ সালে বোট ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর এক বছর রুবেল আজিজ সভাপতি ছিলেন। পরে বেনজীর সভাপতির দায়িত্ব নেওয়ার পর এই পদে কোনো পরিবর্তন আসেনি।

ঢাকার পাশের বিরুলিয়ায় তুরাগ তীরে অবস্থিত ঢাকা বোট ক্লাব তিন বছর আগে আলোচনায় এসেছেলি অভিনেত্রী পরীমনিকে হেনস্তা করার ঘটনায়। থানা পুলিশ শেষে ওই ঘটনা আদালতেও গড়ায়।

২০২১ সালের ৮ জুন রাতের বেলা ঢাকাই ছবির নায়িকা পরীমনি হেনস্তা হওয়ার অভিযোগ তোলার পর এ নিয়ে শোরগোলের মধ্যে আলোচনায় আসে ঢাকা বোট ক্লাব। তখনও ক্লাবটির সভাপতি ছিলেন সেই সময়ের আইজিপি বেনজীর আহমেদ।

অবসরপ্রাপ্ত সাবেক এই আইজিপির বিরুদ্ধে অনুসন্ধান শুরুর পর ব্যাপক অবৈধ সম্পদের সন্ধান পায় দুদক। আদালতের আদেশে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তার সম্পত্তি ক্রোক করাও শুরু করেছে দুদক। তার ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

দুদকের অনুসন্ধান শুরুর দিকে বেনজীর পরিবারের সদস্যদের নিয়ে দেশত্যাগ করেন বলে খবরে এসেছে। তবে সরকারের দিক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

পদত্যাগের চিঠিতে এই প্রথম বিদেশে থাকার তথ্য নিজে থেকেই দিলেন বেনজীর।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
 বোট ক্লাবের সভাপতির পদ ছাড়লেন বেনজীর
নিজস্ব প্রতিবেদক
Sunday, 16 June, 2024
সারা দেশে ১৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 7 December, 2023
আগামী দ্বাদশ নির্বাচনে থাকবে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 5 December, 2023
প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 5 December, 2023
শ্রমিকদের ন্যূনতম মজুরি অপরিবর্তিত
দেশসংবাদ ডেস্ক
Sunday, 26 November, 2023
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up