সারাদেশের পাঁচ জেলায় জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুন) টাঙ্গাইল, বরিশাল, নড়াইল, নীলফামারী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
৯ জনের মধ্যে টাঙ্গাইলেই মারা গেছেন ৪ জন। ভোরে, কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত হন ২ জন। এ ঘটনায় আহত হন কমপক্ষে ৪ জন। পুলিশ জানায়, ঢাকাগামী একটি গরু বোঝাই ট্রাকের সাথে একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় ৭ জনকে হাসপাতালে নেয়া হয়।
এদিকে, মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একজন মোটরসাইকেল আরোহী নিহত হন। কালিহাতী উপজেলায় সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু হয়।
অন্যদিকে, নড়াইল-ঢাকা মহাসড়কের হাওয়াইখালী সেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম শেখ (১৭) নিহত হন। সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এছাড়াও, বরিশাল, নীলফামারী ও জামালপুরে সড়ক দুর্ঘটনায় আরও ৪ জন মারা যান।