Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ■ আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার ■ এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ ■ বাড়ল এলপি গ্যাসের দাম ■ অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার
রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে ঈদযাত্রায় ভোগান্তি
Published : Thursday, 13 June, 2024 at 6:52 PM

রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে ঈদযাত্রায় ভোগান্তি

রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে ঈদযাত্রায় ভোগান্তি

কয়েক দিন ধরেই তীব্র তাপে পুড়ছে নগরবাসী। সঙ্গে ভ্যাপসা গরম। আর এতেই অস্বস্তিতে জনজীবন। এমন পরিস্থিতিতে স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে রাজধানী ঢাকায়। 

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ঢাকার বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে দেখা গিয়েছে। তবে স্বস্তির বৃষ্টিতে বিপাকে পড়েছেন অফিসফেরত ঘরমুখো মানুষ। এ ছাড়া ঈদের আগে আজ শেষ কর্মদিবস হওয়ায় অনেকেই বাড়ির পথ ধরেছেন। কিন্তু বিকেলের এই বৃষ্টি বাধ সেধেছে তাদের বাড়ি যাওয়ার আনন্দেও।

স্বস্তির বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে পথচারী ও ফুটপাতের দোকানিদের। তারা জানান, বিকেলে হঠাৎ অন্ধকার হয়ে যায় সড়ক। কিছুক্ষণ পরই বৃষ্টি পড়তে শুরু করে। আগাম প্রস্তুতি না থাকায় অনেকে ভিজে যান তারা। আবার কাউকে কাউকে আশপাশের ছাউনি ও দোকানের ভেতর প্রবেশ করতে দেখা যায়।
 
এদিকে ঈদের আগে শেষ কর্মদিবস থাকায় বিকেলে গাবতলী বাস টার্মিনালে ভিড় করতে দেখা গেছে ঘরমুখো যাত্রীদের। রাজধানীর তীব্র যানজটের ভোগান্তি শেষ হতে না হতেই হঠাৎ বৃষ্টিতে স্বস্তির বদলে বিপাকে পড়েন যাত্রীরা।

রাজশাহীগামী ফয়সাল আকবর বলেন, সায়েদাবাদ থেকে বাসে উঠি গাবতলীর উদ্দেশে। এক ঘণ্টার বেশি সময় ধরে যানজট পেরিয়ে টেকনিক্যাল এসে নেমে গেলাম। তাড়াতাড়ি গাবতলীর পথে হাঁটতে শুরু করি। এরমধ্যেই নেমে এলো ঝুম বৃষ্টি। এখন ব্যাগ, লাগেজ নিয়ে কিভাবে বাস কাউন্টারে যাবো বুঝতে পারছি না। বিপদে পড়লাম।

পরিবার নিয়ে চট্টগ্রাম যাচ্ছেন নুর ইসলাম। পরিবারের সবাইকে নিয়ে বসে আছেন মতিঝিল। তার বাস আরামবাগ থেকে। কিন্তু বৃষ্টির কারণে তিনি সেখানে যেতে পারছেন না। তাই অপেক্ষা করছেন কখন বৃষ্টি থামবে। তিনি বলেন, অফিস থেকে আগে বের হয়েছি বাড়িতে যাব বলে। কিন্তু এখন বৃষ্টির কারণে বসে আছি। কখন বৃষ্টি থামবে কে জানে। অনেকগুলো ব্যাগ থাকায় হেঁটে যেতেও পারছি না।

এদিকে আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দেশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। দেশে গত মাসের শেষ দিকেই মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। তবে দেশজুড়ে বৃষ্টি এখনো শুরু হয়নি।

আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এছাড়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
কাফনের কাপড় পড়ে অনশনে ক্যাডেট এসআইরা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 14 January, 2025
তেজগাঁও স্ট্যান্ডে আগুনে পুড়ল ৫ ট্রাক
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 January, 2025
বায়ুতে যত স্থানে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
Friday, 10 January, 2025
শুক্রবার রাজধানীর যেখানে যাবেন না
নিজস্ব প্রতিবেদক
Friday, 10 January, 2025
বিডিআর স্বজনরা শাহবাগে, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 9 January, 2025
পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 7 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up