Published : Friday, 7 June, 2024 at 7:11 PM, Update: 07.06.2024 7:14:00 PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমিতভাবে এগোতে চায় সরকার। সেভাবেই বাজেট করা হয়েছে। বাজেট ঘাটতি ৫ শতাংশের মতো, উন্নত দেশেও এর চেয়ে বেশি থাকে।
শুক্রবার (৭ মে) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, নামিদামি অনেক নেতা থাকলেও পাকিস্তানের বৈষম্যের প্রতিবাদ একমাত্র বঙ্গবন্ধুই করেছিলেন। ৬ দফার পাশাপাশি দেশ স্বাধীন হলে সংবিধান কি হবে তাও ঠিক করে রেখেছিল বঙ্গবন্ধু।
বাঙালির সব অর্জন বুকের রক্ত দিয়েই অর্জিত হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতির পিতার আদর্শে দেশ পরিচালনা করা হচ্ছে বলেই দেশের উন্নতি হচ্ছে। আওয়ামী লীগের আমলে দেশের যে অগ্রগতি হয়েছে তা আর সব সরকার মিলেও করতে পারেনি। আওয়ামী লীগ প্রমাণ করেছে সরকারে একমাত্র আওয়ামী লীগ আসলে দেশ ও দেশের মানুষের উন্নতি হয়।
শেখ হাসিনা বলেন, অনেকে অনেক খেলার চেষ্টা করেছে। আওয়ামী লীগের একমাত্র শক্তি দেশের জনগন। সেই শক্তি দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাবে আওয়ামী লীগ
বাজেট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই বাজেটে মানুষের মৌলিক অধিকার, দেশীয় শিল্প ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা দেশের মানুষের জীবনমান উন্নয়ন করবে।
ব্যাংকিং চ্যানেলে টাকা ফিরিয়ে আনতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিনিসপত্রের দাম বাড়ার বাস্তবতায় অনেকের হাতে থাকা টাকা উদ্ধার করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। সব সরকারই এটি করেছে।
এ সময় নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, মানুষের পাশে থাকবেন, মানুষের কল্যাণে কাজ করবেন।