নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সংকটের সময়ে বাস্তবসম্মত ও গণমুখী বাজেট বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি।
বৃহস্পতিবার (০৬ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট পেশের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, দলের নির্বাচনি ইশতেহারে দেয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেয়া হয়েছে৷ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও একই ফোকাস থাকবে৷ বাস্তবসম্মত হয়েছে এই বাজেট।
বাজেট প্রণয়নে আইএমএফের কোনো প্রেসক্রিপশন মানা হয়েছে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কারও প্রেসক্রিপশন মেনে চলে না।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়া হবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে।
এই অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ।
বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় এ বাজেটকে জনগণের কল্যাণে জনমুখী বাজেট বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, বৈশ্বিক বাস্তবতার প্রভাব মাথায় রেখেই বাজেট দেয়া হয়েছে। রেমিট্যান্স প্রবাহ বাড়বে। মূল্যস্ফীতি যেন কমে, মানুষের কষ্ট যেন লাঘব হয় সে চেষ্টা আছে।
আগামী এক বছরের মধ্যে সবকিছু সহনীয় পর্যায়ে আসার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, যারা প্রেসক্রিপশনে চলতো, তারাই মনে করে সবাই প্রেসক্রিপশনে চলে।
সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে এটি চ্যালেঞ্জিং বাজেট উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, অনেকে মনে করতে পারে, বাজেট কীভাবে বাস্তবায়ন হবে। কিন্তু আমি আশাবাদী। শেখ হাসিনার ওপর বিশ্বাস রাখুন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেন, বর্তমান প্রতিকূল পরিবেশে মনে হয় ভালো বাজেট হয়েছে। তবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত বার্তা থাকলে ভালো হতো।
কল্যাণ পার্টির চেয়ারম্যান ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, উদ্যোগ ভালো, বাস্তবায়ন কঠিন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়া হয়েছে। বাস্তবায়ন হলে নিয়ন্ত্রণে আসবে।
শেখ হাসিনার সরকার গণমুখী বাজেট দেয় বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।
এদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বর্তমান বাস্তবতায় বাজেটে সন্তুষ্ট হবার মত কিছু নেই। এর দায় পড়বে জনগণের ওপর৷
আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) শর্ত পূরণ ছাড়া সরকার এই বাজেট দিতে পারে না জানিয়ে তিনি আরও বলেন, আইএমএফের শর্ত পূরণ করেই সরকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছে।