আইসিসির দুই সহযোগী সদস্যের এই লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে নেদারল্যান্ডস। তবে ম্যাচটা সহজ হবে না তাদের জন্য। প্রতিপক্ষ নেপালও খুব বেশি পিছিয়ে নেই। মুখোমুখি লড়াইয়ে নেদারল্যান্ডস ৬-৫ ব্যবধানে এগিয়ে আছে নেপালের চেয়ে। এ বছরের শুরুতে নেপালের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে দুই দলই একবার করে জয়লাভ করে। ফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর সামান্য মার্জিনে জয় পায় নেদারল্যান্ডস।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি আসরেই খেলেছে নেপাল। ২০১৪ সালের সেই আসরে আফগানিস্তানকে হারিয়ে চমক দেখায় নেপাল। শুধু রানরেটে পিছিয়ে থাকায় সেবার সুপার টেনে জায়গা করে নিতে পারেনি তারা।
অন্যদিকে নেদারল্যান্ডস গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিকে হারিয়ে দিয়েছিল। এই বিশ্বকাপেও একই গ্রুপে আছে এই দুই দল।
নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচের ৩টিতে হেরেছে নেদারল্যান্ডস। জয় পেয়েছে বাকি দুটিতে। অন্যদিকে নেপাল দুই ম্যাচে হারলেও জিতেছে বাকি তিনটিতে।