বিএনপির সব কর্মসূচি দমন করায় পুলিশের সাবেক মহাব্যবস্থাপক (আইজিপি) বেনজীর আহমেদ ও সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ পুরস্কৃত হন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সাবেক সেনাপ্রধান ও পুলিশপ্রধান যে মাফিয়াতন্ত্রের সঙ্গে যুক্ত, জনগণ তার প্রমাণ পেয়েছে। বেনজীরের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আর আজিজের দায়িত্ব সেনাবাহিনীর। তাহলে আপনাদের দায়িত্ব কোথায়?
দুজনেরেই দায় সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। একদিন জনগণের আদালতে এর বিচার হবে বলেও উল্লেখ করেন তিনি।
রিজভী বলেন, আনোয়ারুল আজিম আনারদের মতো লোকজন সংসদ সদস্য হয় কী করে? কারণ কোনও ভদ্রলোকই আর আওয়ামী লীগ করে না।
এই সরকার বাংলাদেশকে ভয়াবহ নারকীয় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ বিএনপির এই সিনিয়র নেতার।