Published : Sunday, 26 May, 2024 at 11:28 AM, Update: 26.05.2024 11:31:29 AM
ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে সৃষ্ট বৈবী আবহাওয়ার কারণে ভোলার সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (২৬ মে) সকালে লঞ্চ চলাচল বন্ধের এ ঘোষণা দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর ভোলার সহকারী পরিচালক মো: শহিদুল ইসলাম।
বিআইডব্লিউটিএর ভোলার সহকারী পরিচালক জানান, বৈরী আবহাওয়ার ফলে দুর্ঘটনা এড়াতে ভোলা-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-বরিশাল, ভোলা-পটুয়াখালীসহ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে।
এদিকে, সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে ভোলার আকাশ। হালকা বাতাসের সঙ্গে কখনও কখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।