Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ■ আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার ■ এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ ■ বাড়ল এলপি গ্যাসের দাম ■ অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার
জুটমিল শ্রমিক আলতাব হত্যা, মূলহোতা গ্রেপ্তার
Published : Friday, 24 May, 2024 at 9:19 PM, Update: 25.05.2024 9:53:14 AM

জুটমিল শ্রমিক আলতাব হত্যা, মূলহোতা গ্রেপ্তার

জুটমিল শ্রমিক আলতাব হত্যা, মূলহোতা গ্রেপ্তার

দোকানিকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে ময়মনসিংহের চরকালিবাড়ীতে জুটমিল শ্রমিক আলতাব আলীকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি বিদেশি ওয়ান স্যুটারগান।

এলাকায় আধিপত্য বিস্তার করতে বখাটে যুবকদের নিয়ে গ্যাং গড়ে তুলেছেন রাসেল খান ইমন। প্রায়ই শোডাউন দিয়ে জানান দিতেন নিজেদের প্রভাব। ফলে নানা অপকর্ম করলেও মুখ খোলার সাহস পেতো না কেউ। 

ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ী এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে গত মঙ্গলবার এক চা দোকানিকে মারধরের প্রতিবাদ করতে যায় স্থানীয় জুটমিল শ্রমিক আলতাব আলী। এতে ক্ষিপ্ত হয়ে তার পায়ে গুলি করে ও ককটেল নিক্ষেপ করে স্থান ত্যাগ করে রাসেল বাহিনী। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ওই রাতেই ময়মনসিংহ মেডিকেলে মারা যান তিনি।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে প্রধান আসামি রাসেল খান ইমনকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রাসেলের গ্রেপ্তারের খবর পেয়ে থানায় ছুটে আসেন নিহতের স্বজন ও স্থানীয়রা। তারা বলছেন, দীর্ঘদিন ধরেই ছিনতাই-মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছিল রাসেল ও তার দলবল। দলের অন্য সদস্যদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

শুক্রবার দুপুরে কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির জানান, দলবল নিয়ে আধিপত্য বিস্তারের জন্য এলাকায় গিয়ে গুলি করলে আলতাব আলীর ডান পায়ে গুলি লাগে। পরে তার দেখানো মতে চরকালীবাড়ি মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে একনলা বন্দুক ও গুলির খোসা উদ্ধার করা হয়। 

হত্যার দায় স্বীকার করে শুক্রবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 14 January, 2025
নেশা করে বাস চালিয়েছেন চালক
নিজস্ব প্রতিবেদক
Saturday, 28 December, 2024
যুবদল কর্মীকে গুলি করে ও রগ কেটে হত্যা
নোয়াখালী প্রতিনিধি
Friday, 27 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up