Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাত্র হত্যায় জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ■ পুলিশ গাড়িতে ওপর আন্দোলনকারীদের হামলা ■ নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু ■ বঙ্গভবনের সামনে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ■ তিনদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম ■ বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ■ প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক
রায়পুরা উপজেলা নির্বাচন স্থগিত
Published : Thursday, 23 May, 2024 at 12:25 PM

রায়পুরা উপজেলা নির্বাচন স্থগিত

রায়পুরা উপজেলা নির্বাচন স্থগিত

নির্বাচনী প্রচারণার গিয়ে নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নিহত হওয়ার পর ওই উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। 

বৃহস্পতিবার ( ২৩ মে) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্বাচনের আগে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হওয়ায় রায়পুরায় ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফলে সকল পদের ভোটগ্রহণ বন্ধ থাকবে। 

এর আগে বিকেলে উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলী এলাকায় নির্বাচনের প্রচারে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া। বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম। 

জানা যায়, প্রার্থী সুমন মিয়া (৪০) চরসুবুদ্ধি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। আসন্ন ২৯ মে তৃতীয় ধাপের রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বুধবার দুপুরে পাড়াতলী এলাকায় যান ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া এবং তার সমর্থকেরা। এ সময় আবিদ হাসান রুবেল নামের অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকেরা সুমনের ওপর হামলা চালান। এতে প্রতিপক্ষের পিটুনিতে প্রার্থী সুমনসহ দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিকেলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, তৃতীয় ধাপে নির্বাচনী প্রচারে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল ও সুমন মিয়া চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের মামদেরকান্দি এলাকায় যায়। এ সময় দুই পক্ষের কর্মী সমর্থকেরা মুখোমুখি হলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রার্থী সুমন মিয়া আহত হন। পরে ৬ টার দিকে উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 1 October, 2024
নির্বাচন ভবনে সাংবাদিকদের জন্য কড়াকড়ি আরোপ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 19 September, 2024
এনআইডি সংশোধন নিয়ে ইসির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
Thursday, 29 August, 2024
১৯ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
নিজস্ব প্রতিবেদক
Monday, 10 June, 2024
স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক
Sunday, 9 June, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up