চলতি মৌসুমে তেমন ভালো কাটেনি য়্যুভেন্তাসের। লিগে শিরোপার দৌড়ে ছিল না তারা প্রথম থেকেই। তবে ঘরোয়া লিগ শিরোপাটা অবশ্য তাদের হাতেই উঠেছে। ফাইনালে আতালান্টাকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে য়্যুভেন্টাস।
বুধবার (১৫ মে) স্টেডিও অলিম্পিকোতে রাতে আতালান্তাকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম বার কোপা ইতালিয়ার শিরোপা জেতে য়্যুভেন্তাস। ২০২১ সালের পর আবারও এই শিরোপা নিজেদের দখলে নিল আলেগ্রির দল। তারা রেকর্ড ২২ বার এই টুর্নামেন্টে ফাইনালও খেলেছে। ২০২০-২১ মৌসুমের পর আর কোনো ট্রফি জেতেনি জুভরা। অর্থাৎ তিন বছর পর অবশেষে শিরোপার দেখা পেলো দলটি।
ম্যাচের চতুর্থ মিনিটে ডুসান ভ্লাহোভিচের গোলই ম্যাচে ব্যবধান গড়ে দেয়। যদিও ম্যাচে আধিপত্য দেখিয়েছে আতালান্তা। বল দখলেও য়্যুভেন্তাস থেকে বেশ এগিয়ে ছিল তারা। তবে য়্যুভেন্তাসের শক্ত ডিফেন্স ভাঙতে পারেনি আতালান্তা।
দ্বিতীয় হাফে য়্যুভেন্তাসের মিডফিল্ডার মিরেত্তির শট বারে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত ওই এক গোলের জয় নিয়েই শিরোপা উদযাপন করে য়্যুভেন্তাস।
কোপা ইতালিয়ায় সর্বোচ্চ ১৫ বার চ্যাম্পিয়ন এই য়্যুভেন্তাস। নয়বার চ্যাম্পিয়ন হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জিতেছে রোমা ও ইন্টার মিলান।