ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমস্ত আন্তর্জাতিক সফর স্থগিত করেছেন। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের খারকিভে ব্যাপক রুশ হামলা মুখে জেলেনস্কি তার আন্তর্জাতিক সফর স্থগিতের সিদ্ধান্ত জানালেন।
বুধবার (১৫ মে) ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, আগামী কয়েকদিনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ অন্যান্যদের যেসব আন্তর্জাতিক সফর ছিল সেগুলো স্থগিত এবং সফরগুলোর সময় পুনরায় নির্ধারিত করার নির্দেশনা দেয়া হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান কায়রাইলো বুদানোভ মঙ্গলবার জানান, খারকিভের সম্মুখভাগের পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে। এরপরই জেলেনস্কির পক্ষ থেকে এমন ঘোষণা আসল।
বিবিসি জানিয়েছে, রুশ সেনাদের হামলার তীব্রতায় টিকতে না পেরে খারকিভের রাশিয়ার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রাম থেকে সেনাদের সরিয়ে নিয়েছে ইউক্রেন। দেশটির জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, এরইমধ্যে প্রায় ৮ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, সেনারা তীব্র হামলার মুখে পড়েছে এবং তাদের আরও সুবিধাজনক স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার সময় রাশিয়া সেনাবাহিনী খারকিভ শহরের উপকণ্ঠে পৌঁছে গিয়েছিল। তবে ইউক্রেন সেনাবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে তারা আবার সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। সম্প্রতি ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধে সাফল্য দেখাচ্ছে রুশ বাহিনী।