দিনাজপুর সদরের কাঁউগা হাটখোলা বাজারের রাস্তার পাশে এক চায়ের দোকানে তেলবাহী ট্যাংকলরি ধাক্কা দিলে নৈশপ্রহরীসহ দুজন নিহত হয়। এ ঘটনায় লরির চালক ও সহকারীকে আটক করে স্থানীয় জনতা।
শনিবার (১০ মে) ভোর ৫ টা ২০ মিনিটে দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের কাঁউগা হাটখোলা বাজারে সড়কে দুর্ঘটনা ঘটে।
নিহত নৈশপ্রহরী আজাহার আলী (৬০) দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আজির হোসেনের ছেলে। অন্যজন রানা (২৫) সদর উপজেলার কাউগা হাটখোলা বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন বলেন, ফুলবাড়ী থেকে একটি তেলবাহী ট্যাংকলরি দিনাজপুরে আসার পথে চালক ঘুমন্ত অবস্থায় কাঁউগা বাজারের রাস্তার পাশে একটি চায়ের দোকানে উঠিয়ে দেয়। এতে ওই দোকানের পাশে দাঁড়িয়ে থাকা নৈশপ্রহরী আজাহার আলী ও স্থানীয় রানা লরির চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
ফরিদ হোসেন আরও জানান, নিহতদের লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। চালক রাজু খন্দকার (২৯) ও সহকারী মো. সোহাগকে (১৯) আটক করেছে পুলিশ।