Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাত্র হত্যায় জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ■ পুলিশ গাড়িতে ওপর আন্দোলনকারীদের হামলা ■ নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু ■ বঙ্গভবনের সামনে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ■ তিনদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম ■ বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ■ প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
Published : Wednesday, 8 May, 2024 at 11:22 PM

সংসদে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী

সংসদে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব দেশের অর্থনীতিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (০৮ মে)  বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ সতর্কবার্তা দেন। তবে সরকার সম্ভাব্য সব সমস্যার সমাধানে সতর্ক আছে বলেও জানান সরকার প্রধান। তিনি জানান, জ্বালানি ও খাদ্য পণ্যের দাম বাড়ার আশঙ্কা আমলে নিয়ে কাজ করছে সরকার।

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ সদস্যদের প্রশ্নে উঠে আসে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কথা।

জবাবে সরকার প্রধান জানান, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে দেশে মূল্যস্ফীতি বাড়তে পারে। খাদ্য পণ্য ও জ্বালানির দাম বাড়ার আশঙ্কা মাথায় রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়ার কথা জানান তিনি।  

প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশেও অর্থনীতি, রাজনীতিতে প্রভাব পড়বে। মূল্যস্ফীতি বাড়তে পারে, পণ্য সরবরাহতে বাধা তৈরি হতে পারে। এমন অবস্থায় সকল মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, পরিস্থিতির দিকে নজর রেখে নিজ নিজ করণীয় ঠিক করতে। স্পট মার্কেটে এলএনজি ও তেলের দাম বৃদ্ধির শঙ্কা থাকে, অতিরিক্ত আমদানির সুযোগ রয়েছে বেশ কিছু দেশ ও প্রতিষ্ঠান থেকে। চাল-গম সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। ১৭ লাখ মেট্রিকটন খাদ্য শস্য সংগ্রহ করা হবে।

সরকার প্রধান বলেন, মধ্যপ্রাচ্যের যে কোন সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে। এতে পণ্যের জাহাজ ভাড়া বাড়ে। যা আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে। সার আমদানি ব্যয়ে প্রভাব পড়ে। এতে বিকল্প উৎস হিসেবে চীন, মরক্কো, তিউনেশিয়া, কানাডা, রাশিয়া ইত্যাদি দেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা হবে।

যানজট নিয়ে এক প্রশ্নের জবাবে সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, রাজধানীর সব প্রবেশমুখই যানজট মুক্ত করার পাশাপাশি সড়কের নৈরাজ্য বন্ধে কাজ করছে সরকার।

শেখ হাসিনা বলেন, গাবতলিতে যানজটের কারণ বাস মালিক-শ্রমিকদের প্রতিযোগিতা ও চাঁদাবাজি। তবে সমাধানে কাজ করছে সরকার। বিশ্রামাগারের ব্যবস্থা করতে পদক্ষেপ নেয়া হয়েছে। গাড়ির মালিকদেরও চালকদের বিষয়ে সচেতন হতে হবে, পর্যাপ্ত খাবার এবং বিশ্রাম পাচ্ছে কি না।  

দীর্ঘ স্থায়ী করতে সড়কে আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
সংসদ থেকে হারিয়েছে প্রায় এক কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 15 September, 2024
শেষ হলো বাজেট অধিবেশন
নিজস্ব প্রতিবেদক
Thursday, 4 July, 2024
৫৮ জেলায় কোনো ভূমিহীন-গৃহহীন নেই
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 3 July, 2024
নতুন অর্থবছরের বাজেট পাস
নিজস্ব প্রতিবেদক
Sunday, 30 June, 2024
মূল্যস্ফীতি নেমে যাবে ৬.৭৫ শতাংশে
নিজস্ব প্রতিবেদক
Saturday, 29 June, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up