Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ■ আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার ■ এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ ■ বাড়ল এলপি গ্যাসের দাম ■ অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার
টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি
Published : Tuesday, 7 May, 2024 at 12:47 PM, Update: 07.05.2024 12:53:17 PM

টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি

টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি

চট্টগ্রামে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচেই দেখা গেল টাইগার বোলারদের আধিপত্য। তাসকিন-সাইফুদ্দিনদের কাছে অসহায় আত্মসমর্পণই করল জিম্বাবুয়ের ব্যাটাররা। চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রথম দুই ম্যাচেই বড় হার দেখেছে সিকান্দার রাজার দল। তাই তৃতীয় ম্যাচটি এখন তাদের জন্য বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এ ম্যাচে টাইগারদের লক্ষ্য থাকবে আগেই সিরিজ নিশ্চিত করা।

মঙ্গলবার (৭ মে)  সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে আগ্রাসী বোলিং করেছে টাইগার বোলাররা। দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসেই জয়ের ভীত করে দিয়েছে তারা। তাসকিন-সাইফুদ্দিনরা স্বল্প রানে বেধে রাখায়; বাংলাদেশের জয় ছিল কেবলই সময়ের ব্যাপার। বাঁচা-মরার ম্যাচে নিশ্চয়ই মরণ কামড় দেয়ার চেষ্টা করবে জিম্বাবুয়ে। তাই বাংলাদেশকে সিরিজ জিততে হলে তৃতীয় ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বোলারদের। অবশ্য সে আশা করাই যায়।

শুরুর দুই ম্যাচেই বড় কোনো পরীক্ষা দিতে হয়নি টাইগার বোলারদের। স্বল্প রানের লক্ষ্যে খেলতে নেমে তারা সেটা বেশ সহজেই শেষ করেছে। বিশেষ করে বাংলাদেশের ব্যাটার তানজিদ হাসান তামিম আর তৌহিদ হৃদয়। দুইজনই দেখিয়েছে তাদের শক্তি-সামর্থ্য। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে বিশ্বকাপ নিয়ে আশার আলো দেখিয়েছে। দ্বিতীয় ম্যাচে এসে মাহমুদউল্লাহ রিয়াদও মরিচা ছুটিয়েছে; আশা দেখিয়েছে। হৃদয়-তানজিদ আশা দেখালেও আশাহত করেছে ওপেনার লিটন দাস আর অধিনায়ক নাজমুল শান্ত। লিটনের অফফর্ম নতুন নয়, সেটারই ধারাবাহিকতা ধরে রাখছে সে। অন্যদিকে নাজমুল শান্তর স্টাইকরেট নিয়ে সমস্যার পাশাপাশি সেট হয়েও ইনিংশ বড় করতে না পারা বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাড়াবে বাংলাদেশের জন্য। চলমান সিরিজে না হলেও বিশ্বকাপে হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে এ সিরিজকে বলা হচ্ছে বিশ্বকাপ প্রস্তুতির অংশ; সেক্ষেত্রে সেরা প্রস্তুতির জন্য তৃতীয় ম্যাচে অন্তত টসে জয়লাভ করলে বাংলাদেশের ব্যাটিং নেওয়া প্রয়োজন। তাহলে ব্যাটাররাও নিজেদের যথেষ্ট প্রস্তুত করার সুযোগ পাবে; বড় রান করার একটা তাড়া থাকবে। পাশাপাশি বোলাররাও প্রতিপক্ষকে ডিফেন্ড করার সুযোগ পাবে। দেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও অন্তত সপ্তাহ খানেক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই তৃতীয় ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। ম্যাচ পরিত্যাক্ত হওয়ার সম্ভাবনা না থাকলেও ওভার কেমে যেতে পারে। অধিনায়কের দায়িত্ব নেয়ার পর প্রথম সিরিজেই লঙ্কানদের বিপক্ষে হার দেখেছে শান্ত। এবার অধিনায়ক নাজমুল শান্তর সামনে হাতছানি দিচ্ছে তৃতীয় ম্যাচ জিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

দেশ সংবাদ/ এসএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up