সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে জিম্বাবুয়েকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। উড়তে থাকা স্বাগতিকদের সামনে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ। অন্যদিকে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ মাঠে নামছে সফরকারীরা।
রোববার (০৫ মে) জহুর আহমেদ স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের বাংলাদেশ। একাদশেও কোনো বদল নেই।
জিম্বাবুয়ে অবশ্য নামছে তিনটি বদল নিয়ে। দেশটির কিংবদন্তি অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেলের অভিষেক হচ্ছে। শন উইলিয়ামস, রায়ান বার্ল আর ওয়েলিংটন মাসাকাদজা বাদ পড়েছেন, তাঁদের জায়গায় ঢুকছেন লেগ স্পিনার ক্যাম্পবেল, অফ স্পিনার তাদিওয়ানাসে মারুমানি আর বাঁহাতি স্পিনার আইন্সলি এন্দলভু।
ওপেনিংয়ে লিটনের সঙ্গে আগের ম্যাচে অভিষেকেই ফিফটি করে ফেলা তানজিদ তামিম, এরপর শান্ত, হৃদয়, রিয়াদ আর জাকের আলী। দুই স্পিনার হিসেবে আছেন অফ স্পিনার শেখ মেহেদি হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।