দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার জন্য আগামী বৃহস্পতিবার (৯ মে) ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেয়ার কথা রয়েছে তার।
রোববার (৫ মে) ঢাকার একটি কূটনৈতিক সূত্র কোয়াত্রার সফরের তথ্য নিশ্চিত করে জানায়, আগামী ৯ মে ভারতীয় পররাষ্ট্রসচিবের ঢাকায় আসার তারিখ চূড়ান্ত হয়েছে। ঢাকা সফরে তার মূল বৈঠক হবে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে।
এরে আগে, গত ২০ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার। তবে অনিবার্য কারণে পূর্বনির্ধারিত সেই সফর স্থগিত করা হয়।
এদিকে ভারতজুড়ে চলমান জাতীয় নির্বাচনের পরপরই দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতেই ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এছাড়া দুই দেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বৈঠকে চলমান বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হবে।