Published : Wednesday, 1 May, 2024 at 5:49 PM, Update: 01.05.2024 6:12:02 PM
দেশের সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রার পারদ উঠেছে চুয়াডাঙ্গা ও যশোরে। দুই জেলাতেই বুধবার (১ মে) দুপুর তিনটায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১২ শতাংশ। একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরেও। যৌথভাবে চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বিকেল তিনটায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই ছিল তীব্র ঝাঝালো রোদ। বেলা ১২টায় তাপমাত্রা উঠে আসে ৪০ দশমিক ৭ ডিগ্রিতে। এই সময় থেকেই অসহনীয় হয়ে পড়ে তাপমাত্রা। হাট বাজারে মানুষের উপস্থিতি কমতে থাকে।
জামিনুর রহমান আরও বলেন, গতকালের চেয়ে আজ তাপমাত্রা কিছুটা কমেছে। এ অবস্থা থাকতে পারে আরো দুএকদিন। এরপর তাপমাত্রা কমে আসতে পারে। বৃষ্টি হতে পারে মে মাসের প্রথম সপ্তাহে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, খুলনা, রাজশাহী ও পাবনায় ৪২ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরায় ৪১ দশমিক ৪ এবং কুষ্টিয়ায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগাসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, পুরো এপ্রিলজুড়ে চুয়ডাঙ্গায় ওপর দিয়ে অতি তীব্র ও মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। তীব্র গরমে কাজ করতে গিয়ে সবচেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষক ও শ্রমজীবী মানুষকে।
তীব্র গরমে ‘হিট স্ট্রোকে’ ঢাকায় একজন এবং নওগাঁয় এক কৃষকের মৃত্যু হয়েছে।