Published : Wednesday, 1 May, 2024 at 12:24 PM, Update: 01.05.2024 12:26:51 PM
এবারের আইপিএলে আগ্রাসী ব্যাটিংয়ে দুজন তরুণ আলাদাভাবে নজর কেড়েছেন। বিশ্বকাপ ভাগ্যও দুজনের একই হলো। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঝড় তুলেও ভারত দলে জায়গা হননি অভিষেক শর্মার। সে পথেই এগিয়েছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের। এদিকে জায়গা পেয়েছেন আইপিএলে একাদশে সুযোগ না পাওয়া ম্যাথু ওয়েড।
চলতি আইপিএলে এখন পর্যন্ত ৬ ইনিংসে ৩ ফিফটিতে করেছেন ২৫৯ রান করেছেন ম্যাকগার্ক। যে দিকটা ম্যাকগার্ককে আলাদা করেছে, ওপেনিংয়ে নেমে ব্যাটিং তাণ্ডব চালানো। এখন পর্যন্ত ২৩৩ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন ২২ বছর বয়সী তরুণ। আইপিএলে অন্তত ১০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। আইপিএলে এখন পর্যন্ত ৬ ইনিংসে সমান ২৩টি করে চার-ছক্কা মেরেছেন!
আক্রমণাত্মক ব্যাটিংয়ে হইচই তুলে দেয়া ম্যাকগার্ক এখনো অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন। কয়েকদিন ধরেই আলোচনা চলছিল, আইপিএলে এমন দুর্দান্ত পারফরম্যান্সে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হতে পারে ম্যাকগার্কের। কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টের ঘোষিত দলে জায়গা হয়নি এ তরুণ ওপেনারের।
বাংলাদেশ সময় আজ সকালে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অনুমিতভাবে সে দলে জায়গা হয়নি দেশটির ইতিহাসে এ প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথের। বৈশ্বিক টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভার দেওয়া হয়েছে মিচেল মার্শের কাঁধে। গত এক বছর ধরে এ সংস্করণে অস্ট্রেলিয়ার অন্তবর্তীকালীন অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন মার্শ।
পেসার হিসেবে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্কের বিশ্বকাপ দলে থাকা এক প্রকার নিশ্চিতই ছিল। তাদের সঙ্গে চতুর্থ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন নাথান এলিস। এছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে অ্যাডাম জাম্পার সঙ্গে ডাক পেয়েছেন অ্যাস্টন অ্যাগার। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস।
অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে ম্যাথু ওয়েড ছাড়াও উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে আছেন জশ ইংলিস। এছাড়া অনুমিতভাবে দলে আছেন সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও টিম ডেভিড।
স্মিথের বাদ পড়াটা একরকম অনুমিতই ছিল। অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে নিয়মিত নন স্মিথ। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন ছিলেন স্মিথ। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ওপেনিংয়ে নেমে দুই ইনিংসে করেছেন মোটে ১৫ রান। টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৮ ইনিংসে স্মিথের নামের পাশে ফিফটি মাত্র একটি।
বিগব্যাশে সর্বশেষ দুই মৌসুমে দুর্দান্ত কাটিয়েও বিশ্বকাপ দলে ডাক পাননি ম্যাথু শর্ট। এছাড়া স্পেন্সার জনসন, অ্যারন হার্ডি ও জাভিয়ের বার্টলেটদেরও বিবেচনায় নেয়নি নির্বাচকেরা। তবে এখনই তাঁদের আশা শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।
বেইলি বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বকাপ দল ১৫ সদস্যে সীমাবদ্ধ রাখা সবসময়ই চ্যালেঞ্জের। যারা প্রাথমিক দলে সুযোগ পায়নি, তাঁদের ওপর নজর রাখা হবে। আমরা যদি দলে পরিবর্তন আনতে চাই, আইসিসির নিয়ম মেনে আমাদের সেটা করার সুযোগ আছে।