ভারত থেকে সীমান্ত দিয়ে পাচারকালে একটি বড় ট্রাকসহ ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। এ সময় চিনির অবৈধ ব্যবসায় জড়িত স্থানীয়সহ মোট তিন কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) ভোরে নেত্রকোনা মডেল থানাধীন রাজুরবাজার পুলিশ চেকপোস্ট এলাকায় ডিউটিতে থাকা পুলিশের হাতে এ চালান জব্দ হয়।
আটকরা হলেন: নেত্রকোনা পৌর শহরের চকপাড়া এলাকার মতি মিয়ার ছেলে মো. মাসুম (৪০), কালীগঞ্জের উলুখালা এলাকার স্বপন মিয়ার ছেলে মো. জায়েদ মিয়া (২২) ও গাজীপুরের পূবাইল থানার হারবাইত গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে বাবু মিয়া (৪৫)।
পুলিশ জানায়, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় চিনি চোরাচালানের মাধ্যমে পাচারকালে নেত্রকোনা সদরের রাজুরবাজার চেকপোস্টে ধরা পড়ে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, পুলিশের বিশেষ অভিযানে ট্রাফিক একটি ট্রাককে সিগন্যাল দিলে ট্রাকের ভেতর তল্লাশি চালিয়ে এ চিনি পাওয়া যায়। এতে ৪০০ বস্তা অর্থাৎ ২০ হাজার কেজি চিনি রয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। এছাড়া ১৮ লাখ টাকা মূল্যের একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় তিন কারবারি আটকসহ মোট ৪২ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। মামালার প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।