Published : Monday, 29 April, 2024 at 12:47 PM, Update: 29.04.2024 12:56:08 PM
উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ইসি মো. আলমগীর বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
যখন নির্বাচনের শিডিউল দেয়া হয়, তখন তাপপ্রবাহ ছিল না উল্লেখ করে ইসি মো. আলমগীর বলেন, এজন্য এখন শিডিউল পরিবর্তন করা হবে না। নির্দিষ্ট সময়েই নির্বাচন শেষ হবে। ভোটকেন্দ্রে ভোটারদের জন্য পানির ব্যবস্থা করা হবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।