ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, বেপরোয়া গতিতে সিলেটগামী পাথরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার ৬ যাত্রী হতাহত হন। স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন ।
এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানান গোলাম দস্তগীর।