ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকাডুবিতে পাঁচ অভিবাসনপ্রত্যাশীর মুত্যু হয়েছে। এদের মধ্যে একটি শিশুও রয়েছে। তারা ছোট নৌকায় করে ফ্রান্স থেকে ব্রিটেনের উদ্দেশ্যে চ্যানেল পার হওয়ার চেষ্টা করছিল। খবর বিবিসির।
মঙ্গলবার (২৩ এপ্রিল) ফরাসি শহর উইমেরুক্সের কাছে একটি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এসময় জীবিত উদ্ধার করা হয়েছে আরও প্রায় শত জনকে। পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
অভিবাসীদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি কোস্ট গার্ড।
উপকূলরক্ষী এক মুখপাত্র বলেছেন, আরও মানুষের সন্ধানে সমুদ্রে এখনও উদ্ধার অভিযান পরিচালনা করছেন কর্মকর্তারা। লা ভয়ক্স ডু নর্ড পত্রিকা জানিয়েছে, মঙ্গলবারের প্রথম দিকে প্রায় ১০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এই অভিযানে অংশ নিয়েছিল তিনটি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি উদ্ধারকারী নৌকা।
এদিকে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, ইংলিশ চ্যানেলের এই ঘটনাই প্রমাণ করে রুয়ান্ডা পরিকল্পনা কতটা সময়োপযোগী। ঋষি সুনাক প্রস্তাবিত রুয়ান্ডা বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়ার কয়েক ঘণ্টা পরই মৃত্যুর ঘটনা ঘটলো।
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে নৌকায় যারা অবৈধভাবে যুক্তরাজ্যে যেতে চান, তাদের মধ্য থেকে কিছুসংখ্যক অভিবাসনপ্রত্যাশীকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করেছে বিৃটিশ সরকার।
২০২২ সালে রুয়ান্ডার সঙ্গে যুক্তরাজ্য সরকারের এ বিষয়ে একটি চুক্তি হয়। কিন্তু বিভিন্ন কারণে এই চুক্তিটি বাধার মুখে পড়লেও ঋষি সুনাক চেষ্টা চালিয়ে যান। অবশেষে সোমবার (২২ এপ্রিল) রাতে পাস হয় রুয়ান্ডা বিল।