উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ
চেয়ারম্যান পদে ৭৩০ জনের মনোনয়ন জমা
Published : Sunday, 21 April, 2024 at 8:41 PM
দ্বিতীয় ধাপের নির্বাচনের ১৬০ উপজেলায় মোট ২ হাজার ৫৫ জনের মনোনয়নপত্র জমা পড়েছে।
রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল।
নির্বাচন কমিশন সূত্র জানায়, শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়নপত্র জমা দেন।
এবার চার ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে। প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে।
এরপর তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদের ভোট হবে আগামী ২৯ মে। এরপর চতুর্থ ও শেষ ধাপের ভোট হবে ৫ জুন। সব মিলিয়ে এবার ৪৮৫ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশ সংবাদ/এসএইচ