Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ■ আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার ■ এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ ■ বাড়ল এলপি গ্যাসের দাম ■ অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার
ঈদের ছুটিতে সড়কে মৃত্যুর মিছিল, নিহত ১৯
Published : Friday, 12 April, 2024 at 12:11 AM, Update: 12.04.2024 12:17:07 AM

ঈদের ছুটিতে সড়কে মৃত্যুর মিছিল, নিহত ১৯

ঈদের ছুটিতে সড়কে মৃত্যুর মিছিল, নিহত ১৯

ঈদ নিয়ে আসে আনন্দ এবং সমৃদ্ধির বার্তা। তবে এবারের ঈদে দিনভর (১১ এপ্রিল) নানা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬ জনের বেশি। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও অর্ধশতাধিক। স্বজন হারানোর ঘটনা তাদের ঈদের আনন্দ মাটি করে দিয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে ১৫ জনের মৃত্যুর বিষয়টি উঠে এসেছে।

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ

ঈদের দিন বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল সাক্ষী হয় মর্মান্তিক এক দুর্ঘটনার। এই ঘটনায় বাবা-মায়ের সঙ্গে প্রাণ হারায় ছোট্ট সায়মা। এছাড়া আরও দুই যাত্রী লঞ্চে ওঠার সময় প্রাণ হারান।
 
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এমভি তাসরিফ ও এমটি টিপু নামে দুটি লঞ্চ পন্টুনে বাঁধা ছিল। বিকেল ৩টার দিকে ভোলা থেকে আসা লঞ্চ এমভি ফারহান ওই দুই লঞ্চের মাঝখান দিয়ে পন্টুনে ভেড়ার চেষ্টা চালায়। তবে সেটি সফল হয়নি। উল্টো ফারহানের ধাক্কায় তাসরিফের রশি ছিঁড়ে গেলে লঞ্চটিতে উঠতে চাওয়া কয়েকজন যাত্রী গুরুতর আঘাত পান। তাদের মধ্যে শিশুসন্তান সায়মাকে নিয়ে বিল্লাল ও তার স্ত্রী মুক্তা ছিলেন।

এছাড়া রিপন হাওলাদার ও নবীউল নামে আরও দুইজন গুরুতর আঘাত পান। এই পাঁচজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানকার ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
 
বেপরোয়া ড্রাইভে নেত্রকোনার সড়কে ঝরল ৩ প্রাণ
 
নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত হয়েছেন। বিকেলে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া চেংনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
পঞ্চগড়ে বেপরোয়া মোটরসাইকেল চালনা কেড়ে নিলো ৪ প্রাণ
 
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঈদ আনন্দে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন (১৬) ও কাউছার আলী (১৫) নামে চাচা-ভাতিজা প্রাণ হারিয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরও দুই আরোহী মারা যায়। তারা হলো: দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁ পাড়া এলাকার মজনুর ছেলে সাব্বির (১৭), একই এলাকার হযরত আলীর ছেলে বরকত (১৬)।
 
এতে তাদের পরিবারে ঈদ আনন্দের মাঝে নেমে এসেছে বিষাদের ছায়া। দুপুরে উপজেলার পৌরসভার নতুনবন্দর এলাকায় আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  
 
নরসিংদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর

নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু প্রাণ হারিয়েছেন। সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: নারায়ণগঞ্জ জেলার গাউছিয়া শাওগাট এলাকার গোলজার হোসেনের ছেলে শাহিন মিয়া (২৩) এবং শাহআলম মিয়ার ছেলে সানি (২২)। একই এলাকার সায়েম নামের অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
 
ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না মমতার
 
ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নার্সিং এইড মমতা শিকদার প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন কাস্টমার রিলেশন্স এক্সিকিউটিভ শেখ জিহান আহমেদ। বিকেল সাড়ে ৩টার দিকে গুলশান-২ নম্বর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ডিউটি শেষ করে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন ইউনাইটেড হসপিটালের কাস্টমার রিলেশন্স এক্সিকিউটিভ শেখ জিহান আহমেদ ও নার্সিং এইড মমতা শিকদার।
 
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে বেরিয়ে তরুণের প্রাণ ঝরল সড়কে

চুয়াডাঙ্গা সদরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শামিম হোসেন (১৭) চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের শাহ জামালের ছেলে।

এছাড়াও গত ২১ ঘণ্টায় রাজধানীতে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। এসব ঘটনায় অন্তত ৩ জন মারা গেছেন। আর অন্তত ৮২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
 
দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
মেঘনায় দুই স্পিডবোটের সংঘর্ষ, নিহত ৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি
Saturday, 11 January, 2025
সড়ক দুর্ঘটনায়  ১২ শতাংশ প্রাণহানি বেড়েছে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 8 January, 2025
ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
ফরিদপুর প্রতিনিধি
Tuesday, 7 January, 2025
পল্টনে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 7 January, 2025
২০২৪ সালে সারাদেশে দূর্ঘটনায় নিহত ৯২৩৭
নিজস্ব প্রতিবেদক
Saturday, 4 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up