Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাত্র হত্যায় জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ■ পুলিশ গাড়িতে ওপর আন্দোলনকারীদের হামলা ■ নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু ■ বঙ্গভবনের সামনে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ■ তিনদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম ■ বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ■ প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট
লঞ্চ ও ফেরিতে উপচে পরা ভিড়, ঘাটে নেই যানজট
Published : Tuesday, 9 April, 2024 at 10:32 AM

লঞ্চ ও ফেরিতে উপচে পরা ভিড়

লঞ্চ ও ফেরিতে উপচে পরা ভিড়

স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। তাই ভিড় বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের ফেরি ও লঞ্চে। মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই ফেরি ও লঞ্চগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়। তবে এই মুহূর্তে বেশ চাপ বেড়েছে পাটুরিয়া ঘাট এলাকায়।

এর আগে সোমবার (৮ এপ্রিল) বিকেল থেকে যাত্রীর চাপ শুরু হয়। এই চাপ পরে আরও বেড়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধীরে ধীরে রাজধানীসহ এর আশপাশে এলাকা খালি হয়ে যাচ্ছে, আর মানুষের ঢল পড়েছে ঘাট এলাকায়। তবে এখন পর্যন্ত কোনো দীর্ঘ যানজট কিংবা ভোগান্তি চোখে পড়েনি।  তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফেরি সংকট কিংবা ভোগান্তির পরিমাণ বাড়তে পারে। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী সেবা নির্বিঘ্ন করতে ঘাট কর্তৃপক্ষ নিয়েছে নানা উদ্যোগ।

ঈদে ঘরমুখো যাত্রীরা জানান, এই মুহূর্তে একটি আরামদায়ক আবহাওয়া রয়েছে। যানজট না থাকায় তারা স্বস্তি নিয়েই ঘাট এবং মহাসড়ক পার হয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা ও যানবাহনের চাপ বাড়ছে। তবে কোনো যানবাহনকে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে না।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য নবীনগর থেকে পাটুরিয়া ও আরিচা ঘাট পর্যন্ত পুলিশ, র‍্যাব, আনসারসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সহস্রাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ফেরি কুমিল্লা, শাহপরান, শাহ মখদুম, ভাষা শহীদ বরকত, এনায়েতপুরী, ঢাকা ফেরি, ভাইগার গৌরীসহ ছোট-বড় ১৭টি ফেরি চলাচল করছে। এ ছাড়া পাটুরিয়ায় ২২টি লঞ্চ এবং আরিচা-কাজীরহাট নৌপথে পাঁচটি ফেরি ও ১০টি লঞ্চ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
 
দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ
সিরাজগঞ্জ প্রতিনিধি
Sunday, 20 October, 2024
ভারতের ভিসা না পেয়ে বিড়ম্বনায় রোগীরা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 October, 2024
চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 15 October, 2024
মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হবে আগামীকাল
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 October, 2024
ছুটি শেষে রাজধানীতে বেড়েছে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক
Monday, 14 October, 2024
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Thursday, 10 October, 2024
মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু হবে এ মাসেই
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 8 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up