ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২২তম ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ও সফলতম দল চেন্নাই।
সোমবার (৮ এপ্রিল) এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়। চার ম্যাচে দুই জয় ও দুই হারে ৪ পয়েন্ট চেন্নাইয়ের। প্রতিপক্ষ কলকাতা এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবকটিতে জয় তুলে নিয়েছে।
টানা দুই জয়ে আসরের শুরুটা দারুণ ছিল চেন্নাইয়ের। তবে পরের দুই ম্যাচে হেরে আবার ব্যাকফুটে চলে গেছে তারা। সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পেস ইউনিটের বাজে পারফরম্যান্স ভুগিয়েছে তাদের। একাদশে ছিলেন না দুই তারকা পেসার মুস্তাফিজুর রহমান ও পাথিরানা। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশে ছিলেন টাইগার পেসার। আর চোটের কারণে ছিলেন না লঙ্কান পেসার।
এর মধ্যে মুস্তাফিজ তার কার্যক্রম শেষ করে চেন্নাই শিবিরে যোগ দিয়েছেন। তাকে ফেরানো হয়েছে একাদশেও। ৩ ম্যাচে ৭ উইকেট তুলে নিয়ে নিজেকে আগেই প্রমাণ করেছেন কাটার মাস্টার। তাই তার দলে থাকা একপ্রকার নিশ্চিতই ছিল। তবে ফিট না হওয়ায় ফেরানো যায়নি পাথিরানাকে। এদিকে চোটে পড়ে কলকাতার বিপক্ষে ম্যাচে একাদশ থেকে ছিটকে গেছেন আরেক পেসার দীপক চাহার। তার জায়গায় ফিরেছেন শার্দুল ঠাকুর।
অন্যদিকে টানা তিন ম্যাচ জিতে উড়ছে কলকাতা। নিজেদের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স । ফিল সল্ট এবং মিচেল স্টার্কের সঙ্গে বাকি দুই বিদেশি হিসেবে আছেন সুনীল নারিন ও আন্দ্রে রাসেল।