বগুড়ার সদর উপজেলায় বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মোটর শ্রমিক নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ফাহিম মন্ডল, আলমগীর হোসেন ও আব্দুল মান্নান। ফাহিম মণ্ডল বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক। এরা সকলেই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
বগুড়া রিজিয়নের এসপি মো. হাবিবুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রাইভেট কারটি বগুড়া থেকে নওগাঁ যাচ্ছিল। পথে বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনজন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।