Published : Wednesday, 3 April, 2024 at 4:26 AM, Update: 03.04.2024 4:31:24 AM
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ছয়জনের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে পল্লী বিদ্যুৎ সমিতির তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও একজনকে চাকুরিচ্যুত করা হয়েছে।
মঙ্গলবার ( ০২) রাতে পল্লী বিদ্যুৎ সমিতি মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক এবিএম মিজানুর রহমান জানান, ১ এপ্রিল থেকে এটি কার্যকর হয়েছে।
তিনি জানান, এর আগে প্রধান প্রকৌশলী বিশ্বনাথ শিকদারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়। কমিটির সদস্যদের সুপারিশের পরিপ্রেক্ষিতে চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে, পূর্ব র্গোয়ালবাড়ী গ্রামে রহমত আলী নামের এক ব্যক্তির জমিতে টিনের চালা ও বেড়া দেয়া একটি ঘরে বাক্প্রতিবন্ধী দিনমজুর ফয়জুর রহমান (৫০) পরিবারের সদস্যদের নিয়ে পাঁচ-ছয় বছর ধরে থাকতেন। ফয়জুর ভূমিহীন ছিলেন। তার ঘরের ওপর দিয়ে টানানো ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন ছিল।
গত ২৬ মার্চ ভোরে কালবৈশাখী ঝড়ে পল্লীবিদ্যুতের তার ছিঁড়ে ঘরের টিনের চালে পড়লে বিদ্যুতায়িত হয়ে পূর্বগোয়াল বাড়ি গ্রামের বাকপ্রতিবন্ধী দিন মজুর মো. ফয়জুর রহমান ও তার স্ত্রীসহ ৫ জন ঘটনাস্থলেই মারা যান। আহত শিশু সোনিয়া পরদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।