Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ‘বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে’ ■ অস্ত্র মামলায় রিমান্ডে ছাগলকাণ্ডের মতিউর ■ যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে সম্পর্ক হোঁচট খাবে না ■ দুদক সংস্কারে ৪৭ সুপারিশ ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার ■ এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ
চট্টগ্রামে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট
Published : Tuesday, 2 April, 2024 at 11:39 AM

চট্টগ্রামে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

চট্টগ্রামে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

চতুর্থ দিনের প্রথম ঘণ্টার খেলা শেষ হওয়ার পরই ড্রেসিংরুম থেকে বেরিয়ে এলেন শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ক্রিজে থাকা দুই ব্যাটারকে ডেকে ইনিংস ঘোষণা করে দিলেন তিনি। সিলেট টেস্টের মতন ঠিক ৫১০ রানের লিড দাঁড়ালো সফরকারীদের। বাংলাদেশকে ম্যাচ জিততে হলে গড়তে হবে বিশ্ব রেকর্ড। ড্র করতে হলে খেলতে হবে প্রায় দুইদিন। 

চট্টগ্রাম টেস্টে মঙ্গলবার (০২ এপ্রিল) নেমে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৭ রান তুলে ইনিংস ছেড়ে দেয় শ্রীলঙ্কা। তাতে বাংলাদেশের লক্ষ্য ৫১১ রানের। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এত রান তাড়া করে জেতার নজির নাই কোন দলের। সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের, ৪১৮। এই ম্যাচ জিততে হলে তাই নতুন ইতিহাস তৈরি করতে হবে নাজমুল হোসেন শান্তদের। ড্র করতে হলে সাড়ে পাঁচ সেশন টিকে থাকার চ্যালেঞ্জ নিতে হবে ব্যাটিংয়ে ভুগতে থাকা লাল সবুজ প্রতিনিধিদের। 

চতুর্থ দিনে ৬ উইকেটে ১০২  রান নিয়ে নেমে এদিন আর ৫৫ রান যোগ করে তারা, হারায় অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট। ৭৪ বলে ৫৬ রান করে সাকিব আল হাসানের বলে বোল্ড হন ম্যাথিউস। প্রভাত জয়াসুরিয়া অপরাজিত থাকেন ২৮ রানে, বিশ্ব ফার্নেন্দো করেন ৮ রান। 

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাবে মাত্র ১৭৮ রানে গুটিয়ে ফলোঅনে পড়েছিল বাংলাদেশ। তবে স্বাগতিক দলকে ফলোঅন না করিয়ে নিজেরাই আবার ৪০ ওভার ব্যাট করে পুঁজিরা পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সফল বোলার হাসান মাহমুদ। অভিষিক্ত ডানহাতি পেসার ৬৫ রানে পেয়েছেন ৪ উইকেট।  
 
দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up