কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা নিষিদ্ধ করতে আইন পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। এই আইনের আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে থাকা মন্ত্রী ইসরায়েলে প্রচারিত যে কোনো বিদেশি গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করে দিতে পারবেন।
সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় পার্লামেন্টের ভোটাভুটিতে ৭০-১০ ভোটে আইনটি পাস হয়েছে। ফলে বিদেশি টেলিভিশন চ্যানেলের কন্টেন্টে নিষেধাজ্ঞা জারি করতে পারবে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ইসরায়েলে বিদেশি চ্যানেলগুলো বন্ধের এখতিয়ারও পাবে কর্তৃপক্ষ।
সংবাদ সংস্থা এএফপি এবং টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিলটি পাস করার জন্য নেসেটে আহ্বান জানিয়েছিলেন এবং অবিলম্বে আল জাজিরা বন্ধ করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
জানুয়ারিতে ইসরায়েল দাবি করেছিল, গাজায় বিমান হামলায় নিহত আল জাজিরার সাংবাদিক ও একজন ফ্রিল্যান্সার সন্ত্রাসী কর্মী ছিলেন। পরের মাসেও চ্যানেলটির আরেক সাংবাদিক গাজায় পৃথক হামলায় আহত হয়েছিলেন। তখনও ইসরায়েল দাবি করেছিল, তিনি হামাসের একজন ডেপুটি কোম্পানি কমান্ডার।
আল জাজিরা ইসরায়েলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেছে, গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে তাদের কর্মীদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েল।