Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ■ আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার ■ এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ ■ বাড়ল এলপি গ্যাসের দাম ■ অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার
কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি, নিহত ৪
Published : Sunday, 31 March, 2024 at 11:21 PM

১০ মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে গেছে জলপাইগুড়িসহ কয়েকটি জেলা

১০ মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে গেছে জলপাইগুড়িসহ কয়েকটি জেলা

পশ্চিমবঙ্গের উত্তরের জেলা জলপাইগুড়িতে কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। এতে লন্ডভন্ড হয়ে গেছে পুরো এলাকা। এতে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (৩১ মার্চ) জলপাইগুড়ি জেলায় কালবৈশাখী ঝড় আঘাত হেনেছে। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, সন্ধ্যার আগে আগে দানবীয় রূপ নেয় কালবৈশাখী। এর স্থায়ীত্ব ছিল মাত্র ১০ মিনিট। এই ১০ মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে গেছে জলপাইগুড়িসহ কয়েকটি জেলা।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা ও ময়নাগুড়ি এলাকার ডেঙ্গুয়াঝাড় চা-বাগান ও ধূপগুড়ি। এছাড়া ঝড়ে কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাতেই চার জনের মৃত্যুর ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অনেকেই। আহতদের চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
ভেঙে গুঁড়িয়ে গেছে কয়েকশ’ ঘরবাড়ি। উপড়ে গেছে গাছপালা। উড়ে গেছে বহু পশুপাখি। কালবৈশাখীর আকস্মিক তাণ্ডবে হতবিহ্বল হয়ে পড়েছেন অধিবাসীরা।
 
উত্তরবঙ্গের এই ঘূর্ণিঝড়ের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (০১ এপ্রিল) দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অঞ্চলে নির্বাচনী প্রচারে যাওয়ার কথা রয়েছে।
 
এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় প্রশাসনও। সরকারিভাবে এখনও পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করা হয়নি। স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করছে, এই ঝড়ে এখন পর্যন্ত চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন শতাধিক।
 
গণমাধ্যম আরও বলছে, সন্ধ্যের আগে আগে ঝড়টি আছড়ে পড়ে জলপাইগুড়ি জেলা শহরে ধুপগুড়ি ও ময়নাগুড়িতে। আকস্মিক ঝড়ে বিদ্যুৎব্যবস্থা ভেঙে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে ইন্টারনেট পরিষেবা। 
 
দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
পাকিস্তানে স্বর্ণের খনির সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 14 January, 2025
মন্দিরে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 9 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up