মাগুরার শালিখায় বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।
শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে মাগুরা-যশোর সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মধু শিকদার, পুষ্পা রানি (৪৫) ও নিলু রানি দে (৫০)। তাদের সবার বাড়ি যশোরের বাঘাড়পাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে।
শালিখা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, মাগুরার আঠারোখাদায় নামযজ্ঞ অনুষ্ঠান থেকে মাহেন্দ্রযোগে বাড়ি ফিরলেন মধু, পুষ্পা ও নিলুসহ অন্যরা। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে মাগুরা-যশোর সড়কের শতখালীর হাজামবাড়ি মোড়ে মাহেন্দ্রটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন ৫ জন।
খবর পেয়ে শালিখা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।
রাতে ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত একজনের মরদেহ মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকি দুজনের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। এ মরদেহ যশোর জেনারেল হাসপাতালে নেয়া হবে বলে জানা গেছে।