চুয়াডাঙ্গায় বিএনপির ৪৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে আদালতে পাঠিয়েছেন আদালত। এসময় আরও ৫৮ নেতাকর্মী জামিন নামঞ্জুরের আদেশ শুনেই আদালত চত্বর থেকে পালিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা পুলিশের কোর্ট পরিদর্শক নাসির উদ্দিন মৃধা জানান, দামুড়হুদা, দর্শনা ও জীবননগর থানার ২০২৩ সালের নাশকতার মামলার আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে নিম্ন আদালত থেকে স্থায়ী জামিনের জন্য আত্মসমর্পণ করেন বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের ১০৮ নেতাকর্মী। জামিন শুনানির একপর্যায়ে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার মামলার আসামিদের জামিন নামঞ্জুর শুরু করলে ৫৮ নেতাকর্মী আদালত চত্বর থেকে পালিয়ে যান। বিচারক ৪৭ জন আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। অন্য ৩ জনের জামিন মঞ্জুর করেন বিচারক।
পরিদর্শক নাসির উদ্দিন আরও জানান, বিকালে বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের ৪৭ নেতাকর্মীদের পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়। যে ৫৮ জন আদালত থেকে পালিয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে আদালত থেকে।
আসামি পক্ষে আইনজীবী ছিলেন আব্দুল খালেক, শাহাজাহান মুকুল, মাসুদ পারভেজ রাসেল।