Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পুলিশ সংস্কারে যে সুপারিশ দিয়েছে কমিশন ■ ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও ভোটগ্রহণ ■ রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক সংগঠন না রাখার সুপারিশ ■ প্রধানমন্ত্রীর মেয়াদ দু’বারের বেশি নয় ■ টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ, আহত অনেকেই ■ ‘বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে’
আইসিসি’র এলিট প্যানেলে আম্পায়ার সৈকত
Published : Thursday, 28 March, 2024 at 7:59 PM

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

ক্রিকেট দলের অর্জন যা-ই আছে, আম্পায়ারিংয়ে বাংলাদেশের নামটা তিনি ক্রিকেটবিশ্বে পরিচিত করিয়ে চলেছেন অনেকদিন ধরেই। এই তো, গত নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন তিনি, সেখানেও এক ইতিহাস গড়েছিলেন – তার আগে যে বাংলাদেশের আর কোনো আম্পায়ার কোনো বিশ্বকাপে সুযোগ পাননি!

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আরেকবার বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন। আজ আইসিসি বিবৃতিতে জানিয়েছে, প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে সুযোগ পেয়েছেন ৪৭ বছর বয়সী শরফুদ্দৌলা।

আইসিসি বিবৃতিতে জানিয়েছে, তাদের বার্ষিক রিভিউ ও নির্বাচন প্রক্রিয়া শেষে আইসিসির আম্পায়ারদের ‘ইন্টারন্যাশনাল প্যানেল’ থেকে শরফুদ্দৌলাকে ‘এলিট প্যানেলে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০০৬ সাল থেকে আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ার ছিলেন শরফুদ্দৌলা, প্রথম আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা ২০১০ সালে মিরপুরে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে।  

তবে এরপর থেকে ক্রমেই উন্নতি করতে থাকা শরফুদ্দৌলা প্রথম বাংলাদেশি হিসেবে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে তো দায়িত্ব পালন করেছেনই, এরপর ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টেও আম্পায়ারিং করেছেন। বাংলাদেশের আম্পায়ারদের মধ্যে এর আগে কোনো টেস্টে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা ছিল শুধু এনামুল হকের।

সব মিলিয়ে ছেলেদের ক্রিকেটে শরফুদ্দৌলার আন্তর্জাতিক অভিজ্ঞতা – ১০ টেস্ট, ৬৩ ওয়ানডে আর ৪৪ টি-টোয়েন্টির। এর বাইরে মেয়েদের ক্রিকেটে ১৩টি আন্তর্জাতিক ওয়ানডে ও ২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও আম্পায়ারিং করেছেন তিনি। ছেলেদের বিশ্বকাপে গত নভেম্বরেই প্রথম সুযোগ পেলেও মেয়েদের বিশ্বকাপে আগেই আম্পায়ারিং করেছেন তিনি – ২০১৭ ও ২০২২ ওয়ানডে বিশ্বকাপ আর ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

এলিট প্যানেলে সুযোগ পাওয়ার তৃপ্তিটা ফুটে উঠেছে শরফুদ্দৌলার কণ্ঠে, ‘আইসিসির এলিট প্যানেলে নাম লেখাতে পারা অসাধারণ সম্মানের। আমি যে এ প্যানেলে আমার দেশের প্রথম আম্পায়ার – এই ব্যাপারটা অর্জনটাকে আরও বিশেষ করে তুলছে। আমার ওপর যে ভরসা রেখেছে (আইসিসি), সেটাকে যৌক্তিক প্রমাণ করতে উন্মুখ হয়ে আছি। অনেক বছরে অভিজ্ঞতা তো বেড়েছেই, এখন আরও চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্টের জন্য আমি তৈরি।’

এলিট প্যানেলের আম্পায়ারদের তালিকায় শরফুদ্দৌলার অন্তর্ভুক্তির দিনে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারির সংখ্যা অবশ্য কমেছে – সাত থেকে কমে হয়েছে ছয়। ক্রিস ব্রডকে এবার আর এলিট প্যানেলে রাখেনি আইসিসি।

আইসিসির এলিট প্যানেল

ম্যাচ রেফারি: ডেভিড বুন (অস্ট্রেলিয়া), জেফ ক্রো (নিউজিল্যান্ড), রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা), অ্যান্ড্রু পাইক্রফট (জিম্বাবুয়ে), রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ) ও জাভাগাল শ্রীনাথ (ভারত)।

আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড), মাইকেল গফ (ইংল্যান্ড), আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), আহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), রডনি টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up