দক্ষিণ লেবাননের নাবাতিহে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সূত্রগুলো জানিয়েছে, ধারণা করা হচ্ছে হেব্বারিয়েহ গ্রামে হিজবুল্লাহর জরুরি ত্রাণকেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজবুল্লাহও হামলায় হতাহতের বিষয়টি স্বীকার করেছে। খবর আরব নিউজ
এর আগে গতকাল মঙ্গলবার উত্তর পূর্ব লেবাননের দুটি শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় তিন হিজবুল্লাহ সদস্য নিহত হন। টেলিগ্রামে দেয়া এক পোস্টে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি নিজেদের সদস্যদের নিহতের বিষয়ে জানায়। এছাড়া হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলও।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জেরে গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি।
গাজায় ইসরায়েলি হামলার জেরে অক্টোবর থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীর সাথে সংঘাতে ইরান সমর্থিত এই গোষ্ঠীটির দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া প্রায় অর্ধশত বেসামরিক নাগরিকেরও প্রাণহানি হয়েছে। অপরদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।