Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ‘চুরি যাওয়া অর্থ ফেরত পাঠানো কঠিন, তবে অসম্ভব নয়’ ■ নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ■ যে সুখবর পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলাররা ■ প্রাথমিকের তৃতীয় ধাপের ফল প্রকাশ ■ জাপা কার্যালয়ে যেতে রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা ■ রিজার্ভ বাড়ছে, ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি ■ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন
চুমু খেলে কি রোজা ভাঙবে?
Published : Tuesday, 26 March, 2024 at 1:09 PM, Update: 26.03.2024 1:14:02 PM

চুমু খেলে কি রোজা ভাঙবে?

চুমু খেলে কি রোজা ভাঙবে?

শারীরিক ইবাদাতের মধ্যে রোজা বা সাওম অন্যতম। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই সাওম। যেটা মানুষের সংযমের সর্বোচ্চ পরীক্ষা নেয়। কিন্তু এই সাওম অবস্থায় আমরা অনেক কিছু থেকে না বুঝেই বিরত থাকি। তার মধ্যে স্বামী-স্ত্রী চুমু খাওয়া থেকে বিরত থাকা। কিন্তু দুটি শর্ত মেনে রোজা রেখেও স্বামী-স্ত্রী চুম্বন করতে পারবেন।

শর্ত দুটি হলো- বীর্যপাত ঘটা কিংবা সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকলে স্ত্রীকে চুমু খাওয়া জায়েয। এতে রোজার কোনো ক্ষতি হবে না।

হযরত আয়শা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দিতেন এবং আলিঙ্গন করতেন। কিন্তু আপন (জৈবিক) চাহিদা পূরণের ক্ষেত্রে তিনি ছিলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী (বুখারী ১৮৪১ মুসলিম ১১২১)।

তবে, গোসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকলে এমনটি করা মাকরুহ। বিশেষ করে যুবকদের এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) বলেন, আমরা নবী (সা.)-এর কাছে বসা ছিলাম। তখন এক যুবক এলেন এবং জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, আমি কি রোজা রেখে চুমু খেতে পারি? নবী (সা.) বললেন, ‘না।’ এরপর এক বৃদ্ধ এলেন এবং একই প্রশ্ন করলেন। নবী (সা.) বললেন, ‘হ্যাঁ।’
 
আমরা তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। নবী (সা.) বললেন, আমি জানি, তোমরা কেন একে অপরের দিকে তাকাচ্ছ। শোনো, বৃদ্ধ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন (মুসনাদে আহমদ: ২ / ১৮০ ও ২৫০)।
 
তবে রোজা রেখে চুম্বন বা আলিঙ্গনের কারণে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে দিনের বাকি অংশ রোজা অবস্থায় থেকে পরে রোজার কাজা আদায় করতে হবে। কাফ্ফারা আদায় করতে হবে না। এটা অধিকাংশ আলেমদের মত। চুমু বা আলিঙ্গনের কারণে যদি মজি বের হয় তবে, এতে রোজার কোনো ক্ষতি করে না। এটা অধিকতর বিশুদ্ধ মত।
 
রোজাদারের জন্য সে যুবক হোক বা বৃদ্ধ, স্ত্রীকে চুমু দেয়া এবং আলিঙ্গন করা জায়েজ, যদি যৌন তাড়নার বশবর্তী হয়ে সহবাসে লিপ্ত বা বীর্যপাত হবে না বলে নিজের ওপর দৃঢ় অবস্থা থাকে। তাই তার রোজা নফল হোক বা ফরজ, রমজানে হোক বা অন্য কোনো মাসে। আলিঙ্গন দ্বারা উদ্দেশ্য গায়ে গা মিলানো। যেমন- স্পর্শ করা বা জড়িয়ে ধরা। আলিঙ্গন এখানে স্ত্রী সহবাসের উদ্দেশ্য নয়, কারণ স্ত্রী সহবাস করলে অবশ্যই রোজা ভেঙে যাবে।
 
রমজান মাসে রাত্রে সেহেরি খাওয়ার আগে স্বামী ও স্ত্রী মিলন করা যাবে। রোজা অবস্থায় সহবাস করা যাবে না। কিন্তু রোজা অবস্থায় চুম্বন করা যাবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য ধর্মকে সহজ করতে চাই। তাই তোমরা রমজান মাসে রাত্রে স্ত্রী গমন করলে তোমাদের কোনো পাপ নেই।

আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাই তোমরা রমজান মাসে বেশি বেশি কোরআন পাঠ কর।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
নামাজের সময়সূচি - ৩১ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিবেদক
Thursday, 31 October, 2024
হজের দুটি প্যাকেজ ঘোষণা, খরচ কমলো
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 30 October, 2024
২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা আজ
দেশসংবাদ ডেস্ক
Wednesday, 30 October, 2024
‘রাষ্ট্র গঠনে আলেমদের ভূমিকা অপরিহার্
দিনাজপুর প্রতিনিধি
Monday, 28 October, 2024
২৮ নভেম্বর থেকে তাবলীগের জোর ইজতেমা শুরু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 27 October, 2024
বদনজর থেকে বাঁচার দোয়া ও আমল
ইসলাম ডেস্ক
Saturday, 26 October, 2024
কমছে হজের খরচ
নিজস্ব প্রতিবেদক
Friday, 25 October, 2024
হজের নিবন্ধনের সময় বাড়লো
নিজস্ব প্রতিবেদক
Thursday, 24 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up