শিরোনাম: |
জামালপুর থেকে ছেড়ে আসা ‘বিজয় এক্সপ্রেস’ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। পাথরের আঘাতে মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রামগামী ট্রেনটির চালক মো. আতিকুল ইসলাম।
বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে গৌরীপুর থেকে ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।
আহত আতিকুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটি ঈশ্বরগঞ্জ সীমান্তবর্তী বোকাইনগর এলাকা অতিক্রম করার সময় এক দুর্বৃত্ত পাথর নিক্ষেপ করলে ট্রেনচালক আতিকুল ইসলাম গুরুতর আহত হয়।
পাথরের আঘাতে ট্রেনচালক আতিকুল ইসলামের নাক ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের প্লাটফর্মের কাছাকাছি নিয়ে থামিয়ে দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেলের লোকজন আহত চালককে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ট্রেনচালক আতিককে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ দিকে ঈশ্বরগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্মে ট্রেন আটকে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এ ঘটনায় উপজেলার আঠারবাড়ি রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, রেলে পাথর নিক্ষেপের কারণে ময়মনসিংহ জংশন থেকে ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের বিকল্প চালক আনা হয়।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|