শিরোনাম: |
দ্বীপদেশ মালদ্বীপ থেকে নিজেদের সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত। এরই মধ্যে দেশটি থেকে সরিয়ে নেয়া হয়েছে ২৫ জনকে| বাকীদের আগামী ১০ মের মধ্যে সরিয়ে নেয়া হবে।
মঙ্গলবার (১২ মার্চ) মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম মাহিরুর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপের আদ্দু দ্বীপপুঞ্জে মোতায়েন করা ২৫ ভারতীয় সেনা এরই মধ্যে ভারতে চলে গেছেন। এই দ্বীপপুঞ্জটি মালদ্বীপের সর্ব দক্ষিণে অবস্থিত। সেনাদের পরিবর্তনে মালদ্বীপে থেকে যাওয়া ভারতীয় একটি বিমান ও দুটি হেলিকপ্টার এখন থেকে পরিচালনা করবে বেসামরিক ভারতীয়রা। তাঁরা এরই মধ্যে মালদ্বীপে পৌঁছেছেন।
যদিও এই বিষয়ে ভারত বা মালদ্বীপ সরকারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। তবে মাহিরু সংবাদপত্রটি মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে।
নয়াদিল্লি ও মালের মধ্যে কূটনৈতিক মিত্রতার ইতিহাস দীর্ঘ হলেও এ ধারা পাল্টে যায় গেল বছরের নভেম্বরে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় আসেন মোহাম্মদ মুইজ্জু।
প্রথম বিদেশ সফর হিসেবে ভারতের বদলে চীনকে বেঁছে নেন তিনি। এরপর থেকেই তিক্ত হয় দুই দেশের সম্পর্ক। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ভারতীয় সেনা প্রত্যাহারে ১৫ মার্চ পর্যন্ত সময়সীমা বেধে দেন মুইজ্জু।
কূটনৈতিক টানাপড়েন অবসানে মালের প্রস্তাবে রাজি হয় নয়াদিল্লি। দ্বীপরাষ্ট্রটিতে কর্মরত আছেন ভারতের সামরিক বাহিনীর ৭৭ জন সদস্য।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|