শিরোনাম: |
দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। শুরু হলো সংযম আর সাধনার মাস। রাতে তারাবির নামাজ পড়ার পর ভোরে সেহরি খেয়ে মঙ্গলবার প্রথম রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কাল রোজা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।
এরআগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হয়েছে সোমবার।
ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম রোজা। যা মৌলিক ইবাদতের অন্যতম। আর এ রোজা মুসলমানদের ওপর ফরজ করা হয়েছে। এ মাসেই নাজিল হয়েছিল পবিত্র কোরআন শরীফ।
রমজানের প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফেরাতের আর শেষের ১০ দিন নাজাতের। ঢাকা ও আশপাশের এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর রাত ৪ টা ৫১ মিনিট এবং ১ম রোজায় ইফতার সন্ধ্যা ৬ টা ১০ মিনিট।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|