শিরোনাম: |
নাটোরের সিংড়া উপজেলায় ট্রাক, কাভার্ডভ্যান ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মদরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল-দুর্গাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন–সিংড়ার বনকুড়াইল গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী হোসনে আরা বেগম (৪০),আব্দুল মমিনের দুই ছেলে ইমরান হোসেন (১৯) ও রাব্বী হোসেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার দুর্গাপুর এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যান বনকুড়াইল থেকে দুর্গাপুর ব্রিজের পাশে রাস্তায় উঠছিল। এ সময় সিংড়া থেকে শেরপুরগামী একটি ট্রাক যাত্রীবাহী ওই অটোভ্যানকে চাপা দেয়। পরে একটি কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী তিনজন মারা যান। আহত হন আরও দুজন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। তবে চালক ও চালকের সহযোগিরা পালিয়ে গেছে। তাদের আটকের জন্য কাজ করছে পুলিশ।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|