Published : Saturday, 9 March, 2024 at 6:55 PM, Update: 09.03.2024 7:32:35 PM
বিচ্ছিন্ন সংঘাতের মধ্য দিয়ে শেষ হয়েছে কুমিল্লা সিটির উপ-নির্বাচন ও ময়মনসিংহ সিটির নির্বাচন। এখন চলছে দুই সিটিতে ভোট গণনা। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লা সিটি উপ-নির্বাচনে ৯০ আসনের ঘোষিত ফলাফলে বাস প্রতীকের তাহসিন বাহার সূচনা অনেকটা এগিয়ে আছেন।
অপরদিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৪৭ কেন্দ্রের ফলাফলে ঘড়ি প্রতীকের ইকরামুল হক টিটু অন্যদের চেয়ে বেশ এগিয়ে আছেন।
শনিবার (৯মার্চ) দিনভর ইভিএমে ভোট শেষে ফলাফল ঘোষণা শুরু করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
কুমিল্লার ফলাফল ঘোষণা করা হচ্ছে জিলা স্কুল মিলনায়তন থেকে। আর ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়াম থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে।
সবশেষ কুমিল্লার ১০৫টি কেন্দ্রের মধ্যে ৯০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা পেয়েছে ৩৯ হাজার ৭৩২ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২২ হাজার ৫৭৬ ভোট। নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) ১০ হাজার ৯৬৩ ভোট ও নুর উর রহমান মাহমুদ তানিম (হাতি) পেয়েছেন ৪ হাজার ৩৯৫ ভোট
অপরদিকে ময়মনসিংহের ১২৮টি কেন্দ্রের মধ্যে ৪৭ কেন্দ্রের ফলাফল ইকরামুল হক টিটু ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৮৭৩ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কী টজু ১০ হাজার ২০৪ ভোট পেয়েছেন।
ইতিমধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। তবে ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে বিকেল পৌনে ৬টার সময়ও ভোটগ্রহণ চলছিল। এই সিটিতেও ভোটের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। দেশ সংবাদ/এসএই