শিরোনাম: |
সীমান্ত হত্যার জন্য দুই দেশের চোরাকারবারিদের দায়ী করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক নিতিন আগরওয়াল। তিনি বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে দুই দেশ একমত।
পাঁচদিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে শনিবার (৯ মার্চ) এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক বলেন, সীমান্তে চোরাকারবারিরা সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে শুধু বাংলাদেশী নয়, ভারতীয় নাগরিকরাও মারা যাচ্ছে। আত্মরক্ষার জন্যই বিএসএফ গুলি করে বলে জানান তিনি।
এছাড়া সীমান্তের অমিমাংসিত বেশ কিছু ইস্যু নিয়ে দুই দেশের সীমান্ত সম্মেলনে আলোচনা হয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক। এ সময় দুই দেশের মধ্য যৌথ আলোচনার দলিল সাক্ষরিত হয়।
গত জানুয়ারি মাসে যশোরের শার্শা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য সিপাহী রইস উদ্দিনের মৃত্যু নিয়ে কথা বলেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক শ্রী নিতিন আগ্রাওয়াল। এটা টার্গেট কিলিং নয় দাবি করলেও এ ব্যাপারে ব্যাখ্যা দেননি বিএসএসএফ ডিজি। তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে উভয় দেশ একে অপরকে জানিয়েছে।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|