শিরোনাম: |
নির্বাচনের নামে সরকার জনগনের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। এসময় মিথ্যা, কাল্পনিক, গায়েবি, বানোয়াট মামলায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে কারাদণ্ড দেয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
বুধবার (৬ মার্চ) সকালে বনানীতে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মঈন খান বলেন, প্রতিহিংসাপরায়ণ হয়ে সরকার রাজনীতির অপসংস্কৃতির মধ্য দিয়ে এ ধরণের ঘটনা ঘটাচ্ছে। এই সরকার ক্ষমতায় থাকতে কোথায় নামতে পারে, তা দেখা গেছে হাফিজকে জেলে দেয়ার মাধ্যমে।
সরকারের প্রতিহিংসার রাজনীতির ফলে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এমন মন্তব্য করে তিনি জানান, সরকারে নির্যাতন ও নিপীড়ন থেকে দেশের মানুষকে রক্ষায় বিএনপির আন্দোলন চলমান থাকবে।
মেজর হাফিজের বিষয়ে তিনি বলেন, ৭ জানুয়ারির আগে সরকারের প্রলোভনে নতি স্বীকার করেনি বলেই কারাবরণ করতে হয়েছে মেজর হাফিজকে। এর আগে গতকাল সকালে গুলশান থানার মামলায় দণ্ডিত হাফিজ উদ্দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চান। তবে, আপিল নামঞ্জুর করে তাকে পাঠানোর নির্দেশ দেন আদালত।
২০১১ সালের ৪ জুন মহাখালী ওয়্যারলেস গেটে গাড়ি ভাঙচুর, আগুন ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে গুলশান থানায় মামলা হয়। এই মামলায় আসামী করা হয় হাফিজ উদ্দিনকে। তিন বছর পর মামলাটির চার্জশিট দেয় পুলিশ।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|