শিরোনাম: |
নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সোহেল নামে সাড়ে ৫ বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হলো ৪ শিশুর।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) চমেকের বার্ন ইউনিটে আরও দুই শিশুর মৃত্যু হয়। সকালে সাড়ে ৩ বছর বয়সী মোবাশ্বেরা ও বিকেলে ৫ বছর বয়সী রবি আলমের মৃত্যুর খবর পাওয়া যায়। রবি আলম ও মোবাশ্বেরা আপন ভাই-বোন।
উল্লেখ্য, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পের ৮১ নম্বর ক্লাস্টার ঘরে গ্যাসের সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ শিশুসহ ৯ জন দগ্ধ হন।
আহত ব্যক্তিদের প্রথমে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠান। সাতজনের মধ্যে রাসেল নামে ৩ বছর বয়সী এক শিশুকে ওই দিনই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|