শিরোনাম: |
ওষুধ ও হার্টের রিংয়ের উচ্চমূল্য কমানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, স্বাস্থ্য খাতে যত অসঙ্গতি, এর কোনোটাই মন্ত্রী হিসেবে দায় এড়ানো সম্ভব না। দায় মাথায় নিয়েই কাজ করা হবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অবৈধ স্বাস্থ্যসেবাব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলবে জানিয়ে মন্ত্রী বলেন, অবৈধ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চলবে। যে কোনো দিন মন্ত্রী হিসেবে অভিযানে যাব। অবৈধ কোন ক্লিনিক চলবে না। ভুল চিকিৎসা থেকে চিকিৎসা না হওয়া ভালো। যেখানে সুযোগ সুবিধা আছে সেখানে চিকিৎসা নেয়া উচিত।
গত বছরের ৩১ ডিসেম্বর খতনার জন্য রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানকে নিয়ে যায় তার অভিভাবক। খতনা করানোর সময় শিশুটিকে জেনারেল অ্যানেসথেসিয়া দেয়ায় পরে তার জ্ঞান ফেরেনি। পরে তাকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সে অবস্থাতেই গত ৭ জানুয়ারি শিশুটির মৃত্যু হয়।
আপনার মতামত দিন
|