Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ■ আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার ■ এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ ■ বাড়ল এলপি গ্যাসের দাম ■ অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার
খুলনাকে হারিয়ে প্লে-অফে চট্টগ্রাম
Published : Tuesday, 20 February, 2024 at 5:29 PM

 প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

জিতলেই প্লে-অফ নিশ্চিত কিন্তু হারলেই বাদ পড়ার শঙ্কা। এমন সমীকরণ নিয়েই খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে ৬৫ রানে হারিয়েছে বন্দরনগরের দলটি। খুলনা তাদের শেষ ম্যাচ জিতলে এবং বরিশাল তাদের শেষ ম্যাচ হারলে, রান রেটে বরিশালের চেয়ে এগিয়ে থাকলে তবেই প্লে-অফে যাওয়ার টিকিট পাবে টানা ৪ জয়ে আসর শুরু করা খুলনা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিপিএলের চট্টগ্রাম পর্বে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক শুভাগত হোম চৌধুরী। ওপেনিংয়ে নেমে মোহাম্মদ ওয়াসিম ৭ বল খরচ করে রান করেন মাত্র এক। এরপর সৈকত আলীকে একপ্রান্তে রেখে একাই দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তানজিদ হাসান তামিম। ১৭ বলে ১৮ রান করে সৈকত বিদায় নিলেও বোলারদের নিস্তার দেননি তামিম। তুলে নেন টি-২০ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

৪ নম্বরে নেমে তামিমকে দারুণ সঙ্গ দিয়েছেন টম ব্রুস। ৬৫ বলে ১৭৮.৪৬ স্ট্রাইক রেটে ১১৬ রান করে বিদায় নেন তামিম, হাঁকান ৮টি করে চার ও ছক্কা। তার বিদায়ের পর ব্রুস হাল ধরে রাখেন শক্ত হাতে। শেষপর্যন্ত ২৩ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেই মাঠ ছাড়েন। রোমারিও শেফার্ডের ৫ বলে ১০ ও শুভাগত হোমের ৩ বলে ৭ রানের কার্যকরী দুই ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান দাঁড়ায় চট্টগ্রামের সংগ্রহ।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানে পারভেজ হোসেন ইমনকে হারালেও অধিনায়ক এনামুল হক বিজয় ও শাই হোপের ব্যাটে ভালোই খেলছিল খুলনা। তবে ২৪ বলে ৩৫ রান করে বিজয় ও ২১ বলে ৩১ রান করে হোপ বিদায় নিলে ম্যাচ কঠিন হয়ে যায় খুলনার জন্য। জেসন হলদার ১৭ বলে করেন ১৮ রান, আর কেউই পাননি দুই অঙ্কের দেখা। শেষপর্যন্ত ১৯.৫ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় খুলনার ইনিংস।

চট্টগ্রামের পক্ষে শুভাগত হোম তিনটি ও বিলাল খান দুটি উইকেট শিকার করেন।

দেশ সংবাদ/এসএইচ



আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up