ভারতের মহারাষ্ট্রের যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে সিমেন্ট মিক্সার
ট্যাংকারের সংঘর্ষে স্থানীয় ৪ জন তরুণ ক্রিকেটারের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই
ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
রোববার (১৮ ফেব্রুয়ারি)
মহারাষ্ট্রের অমরাবতী জেলায় টেনিস-বল ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে
যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ
তথ্য জানা গেছে।
নিহত চার ক্রিকেটার হলেন- শ্রীহরি রাউত, জুশ বাহালে, সুইয়াশ আম্বারতে ও সন্দেশ পাদার।
স্থানীয়
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রায় ২১ জনের মতো যাত্রী সেই মিনিবাসে
ভ্রমণ করছিলেন। ৪ জন ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া ১০ জন গুরুতরভাবে আহত
হয়েছেন। তবে আমরা কোন রকমের দেরি না করে তাদের স্থানীয় হাসপাতালগুলোতে
ভর্তি করেছি। ঘটনার সঙ্গে যুক্ত ট্রাক চালককে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার
করেছি।